রেড সিগনাল

দিন গেল যাক না
খাবে কতো খাক না
আর ক'টা দিন তুই
চুপচাপ থাক না।
ক'দিন আর মস্তির!
কেনো এতো অস্থির
হতে দে যাই হোক
দম নে সস্তির।
সময় ঘনালে আর যায় নাতো থাকা
মরার সময় গজে পিঁপড়ার পাখা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন